Connect with us

শিক্ষামূলক কথা

স্বার্থপর-মানুষ (ইমরুল হাসান)

Avatar

Published

on

‘‘পৃথিবীর প্রত্যেক মানুষ স্বাভাবিক ভাবে সুযোগ সন্ধানী ও স্বার্থপর। স্বার্থের জন্য এক বিন্দু ছাড় নেই। নিজস্ব স্বার্থে চোখ কপালে উঠে মানবজাতির। নিজের প্রিয়জন-আত্মীয়-স্বজন, বন্ধু- বান্ধব, স্বামী-স্ত্রী ও প্রেমিক-প্রেমিকা পাড়া-প্রতিবেশী, অফিসের সহকর্মী, ব্যবসায়িক পার্টনার এমন কি নিজের ভাই, বোন। মা-বাবা ও স্বার্থের জন্য ভিন্ন নজরে দেখে আদরে সন্তান কে? স্বার্থপর সাময়িক সুখি কিন্তু দুনিয়া ও আখিরাত মিথ্যে হয়ে যায় স্বার্থপর মানুষদের। ঘটনাক্রমে নিজস্ব চেতনার বহিঃপ্রকাশ ঘটে স্বার্থের আড়ালে-আলোর সন্ধানে প্রবেশ করে, সত্যিকে জয়ী করে কিছু সংখ্যক সাদা মনের আলোকিত নিঃস্বার্থবান মানুষ। নিঃস্বার্থ স্নেহময় বৃক্ষছায়া পূর্ণতা পায় যে, মানুষ। অংঙ্গকারহীন মানুষগুলো নিঃস্বার্থ ভাবে মানুষের পাশে দাঁড়ায়। পৃথিবীর নিয়ম -কানুন পরিবর্তন করে উত্তাল ভালোবাসার ছায়া দেয়। তাদের জন্যই পৃথিবী এতো সুন্দর ও কল্যাণকর ।’’

Imrul Hasan Eabaduth the admin & author of kabbomela.com.

Continue Reading
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

শিক্ষামূলক কথা

অতীত

Avatar

Published

on

By

❝ তোমার অতীত জেনেও যে তোমার সঙ্গ দেয়,
সে কখনো ছেড়ে যাবে না তোমাকে। ❞

Continue Reading

শিক্ষামূলক কথা

শিক্ষা

Avatar

Published

on

By

❝তোমার চলে যাওয়া! আমার জীবনের একটা শিক্ষা, তারপর আমি জ্ঞানী হয়ছি,
তোমার চরিত্র বুঝে এখন আমি মুচকি হাসি।❞

Continue Reading

Trending

error: Content is protected !!